হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১ আসনে ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার শুরু প্রচারণা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৫ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ছয়জন প্রার্থী তাদের নির্ধারিত দলীয় প্রতীক পেয়েছেন। তারা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সাইফুর রহমান রানা (ধানের শীষ),
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা),
জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল),
ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি (হাতপাখা),
জাকের পার্টির আব্দুল হাই (গোলাপ ফুল)
এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা (ট্রাক)।
প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন। তারা নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন ভোটারদের সামনে।
নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনটি নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ২৩১টি। এর মধ্যে নাগেশ্বরী উপজেলায় ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭৪৪ জন, ভোটকেন্দ্র ১৩৯টি; ভূরুঙ্গামারী উপজেলায় ভোটার ২ লাখ ১২ হাজার ২৩৪ জন এবং ভোটকেন্দ্র ৯২টি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে আয়োজিত এই নির্বাচনে মোট ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!