ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, জিরা ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৃথক দুটি অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্ত এলাকায় ১৫ বিজিবির অধীন গোরকমন্ডল ক্যাম্পের একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত এলাকায় এক সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
অপরদিকে একই দিন গভীর রাতে লালমনিরহাটের দিঘলটারী সীমান্তের নামাটারী এলাকায় বিজিবির টহলদল আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বাইসাইকেলযোগে আসা দুইজন সন্দেহজনক ব্যক্তিকে ধাওয়া করলে তারা বাইসাইকেল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে ১৩৮ কেজি ভারতীয় জিরা, ৫৫ কেজি ভারতীয় চিনি এবং দুটি বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— ভারতীয় গাঁজা ৪.২ কেজি (সিজার মূল্য ১৪ হাজার ৭০০ টাকা), ভারতীয় জিরা ১৩৮ কেজি (সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা), ভারতীয় চিনি ৫৫ কেজি (সিজার মূল্য ৬ হাজার ৬০০ টাকা) এবং দুটি বাইসাইকেল (সিজার মূল্য ১০ হাজার টাকা)। সব মিলিয়ে মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৩০০ টাকা।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
অপরাধ
কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় জিরা-চিনি ও গাঁজা জব্দ
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৭৩ বার
কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় জিরা-চিনি ও গাঁজা জব্দ↗
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
10 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
15 minutes আগে

Leave a Reply