কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে প্রতীক পাওয়ার পরে ভোটের মাঠে নেমেছে নেতাকর্মীরা।সাধারন মানুষের মাঝে ভোট নিয়ে আনন্দ উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।
বৃহঃস্পতিবার বিকেলে সংসদীয় আসন -৩ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ তাসভীর উল ইসলামের পাওয়া ধানের শীষ প্রতীক নিয়ে ভোট চাওয়া ও গণ সংযোগ করেছে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলম মাহুবর মেম্বার,সদস্য সচিব আমজাদ ফকির,বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মন্ডল,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদসহ বেগমগঞ্জ অঙ্গ ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণা ও গণ সংযোগে বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস।জনগনের পাশে থেকে দেশের উন্নয়নে বিএনপি কাজ করে যাচ্ছে।আগামী সংসদে রাষ্ট্র নায়ক বিএনপির চেয়্যারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থী মোঃ তাসভীর উল ইসলামের স্বপ্ন বাস্তবায়নে একটি সুন্দর স্বনির্ভর উলিপুর তথা গোটা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরাও জনগনকে বুঝাচ্ছি, ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছি ও কাজ করে যাচ্ছি।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের বেগমগঞ্জে ধানের শীষের প্রচারনায় ব্যস্ত নেতাকর্মীরা।
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৭০ বার
কুড়িগ্রামের বেগমগঞ্জে ধানের শীষের প্রচারনায় ব্যস্ত নেতাকর্মীরা।
বিজ্ঞাপন

Leave a Reply