হোম / অপরাধ
অপরাধ

কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩০৬ বার


রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে থানা থেকে লুট হওয়া একটি শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫। বুধবার গভীর রাতে পরিচালিত এক অভিযানে এসব আলামত উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সিপিএসসি, র‍্যাব-৫-এর একটি গোয়েন্দা ও আভিযানিক দল কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যাগ দুটি তল্লাশি করে থানা থেকে লুট হওয়া একটি শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের দুই সেট পোশাক, দুই জোড়া বুট, দুটি বেল্ট, একটি ক্যাপ এবং ছয়টি র‍্যাংক ব্যাজ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, এসব আলামত ২০২৪ সালের ৫ আগস্ট কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হওয়া মালামালের সঙ্গে সংশ্লিষ্ট।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের বিভিন্ন সরঞ্জাম বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী আরও জানায়, থানা থেকে লুট হওয়া অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের অন্যান্য সরঞ্জাম উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট বাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!