কচাকাটা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামে এক গৃহবধূকে হত্যার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম শহিদা বেগম (২৬)। তিনি ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে নিজ বাড়ির টিউবওয়েল পাড়ে শহিদা বেগমকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম পেশায় একজন ছোট চা দোকানি। ঘটনার সময় তিনি বড় মেয়েকে সঙ্গে নিয়ে পাশের কালারচর বাজারে নিজের দোকানে অবস্থান করছিলেন। ওই সময় বাড়িতে শহিদা বেগম ও তাদের চার বছর বয়সী কন্যা সন্তান ছিল। ধারণা করা হচ্ছে, এই সুযোগে দুর্বৃত্তরা ফাঁকা বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে।
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় শহিদা বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন। স্থানীয়রা রাত আটটার দিকে একটি শিশুর কান্না ও অস্বাভাবিক শব্দ শুনে বাড়িতে গিয়ে টিউবওয়েল পাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “এলাকাটি দুর্গম হওয়ায় রাত বারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গেছে, গৃহবধূটি টিউবওয়েলে কাজ করতে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমরা ঘটনার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অপরাধ
কচাকাটায় নিজ বাড়ির টিউবওয়েল পাড় থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১২৮ বার
কচাকাটায় নিজ বাড়ির টিউবওয়েল পাড় থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
11 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
16 minutes আগে

Leave a Reply