কচাকাটা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার কচাকাটায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কেদার ইউনিয়ন ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম বাবুসহ উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে কেদার ইউনিয়নের খামার মাদ্রাসা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছকিয়ত আলীর মালিকানাধীন ৭৬ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে কেদার ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও কৃষকলীগের সভাপতি আজিজুল হকসহ তাদের সহযোগীরা ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জমিতে প্রবেশ করে গাছ উপড়ে ফেলে ও ফসল নষ্ট করে। এতে বাধা দিতে গেলে কেদার ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বাবুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ সময় তার আর্তচিৎকারে তার মা রহিমা বেগম ও অহিদুল ইসলাম উদ্ধার করতে গেলে তাদেরকেও রক্তাক্ত জখম করে তারা। পরে এলাকাবাসী এগিয়ে আসার পর তারা পালিয়ে গেলে আহতদের উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হামলাকারীদের মধ্যে মেছের আলী নামে এক বৃদ্ধও আহত হওয়ায় মোট ৪ জন আহত ।
এদিকে আহতদের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় একটি বিশেষ মহলের সহায়তায় হামলাকারী কৃষকলীগের সদস্য নুরুজ্জামাল কর্তৃক থানায় অভিযোগ গ্রহন করায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত ঘটনায় জড়িত চিহ্নিত আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতাকর্মী শহিদুল ইসলাম,আজিজুল হক ও নুরুজ্জামালসহ ভাড়াটে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ট্রেনিংয়ে থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply