খুলনা প্রতিনিধিঃ
খুলনা নগরীতে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার বাদী আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি আদালতে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৮ জানুয়ারি) আদালতে মামলার আরজি দাখিল করা হয়। সোমবার শুনানি শেষে আদালত আবেদন আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। এতে কোকো ও জিয়া পরিবারের সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়।
আবেদনে আরও বলা হয়, গত ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানাধীন সি অ্যান্ড বি এলাকায় অবস্থিত কোকো স্মৃতি কার্যালয়ে অবস্থানকালে বাদী এসব বক্তব্য শোনেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রত্যক্ষ করেন।
মামলার বাদী মো. জহিরুল ইসলাম বাপ্পি বলেন, “মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে। এ ধরনের বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, কোকো একটি জনপ্রিয় ও সম্মানিত পরিবারের সন্তান এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব সৃষ্টি করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত ওই ওয়াজের বক্তব্যে কোকোর পরিবারসহ বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্টদের মানহানি হয়েছে এবং এতে সামাজিকভাবে ক্ষতির সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।
কুড়িগ্রাম
ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ, তদন্তের নির্দেশ আদালতের
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১ বার
বিজ্ঞাপন

Leave a Reply