ঢাকা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালাম বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানে অভিযানে বাংলাদেশ সেনা পাঠানোর অনুরোধ করেছিল। তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের মতামত ও জাতীয় স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, ওই সিদ্ধান্তের ফলেই ২০০৯ সালে খালেদা জিয়া ক্ষমতায় ফিরতে পারেননি। এরপর তাকে ও বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে।
ফাহাম আব্দুস সালাম আরও বলেন, একটি প্রভাবশালী গোষ্ঠী নানা ষড়যন্ত্র ও দমন-পীড়নের মাধ্যমে বেগম খালেদা জিয়া ও বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণে তারা সে উদ্দেশ্যে সফল হতে পারেনি।
তিনি বলেন, খালেদা জিয়া সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মতামতকে প্রাধান্য দিয়েছেন। ইতিহাসে তার এই সাহসী ও আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য দেন।
কুড়িগ্রাম
ইরাক–আফগানিস্তানে সেনা পাঠানোর মার্কিন অনুরোধ উপেক্ষা করেছিলেন খালেদা জিয়া: ফাহাম আব্দুস সালাম
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply