হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ পড়া হয়েছে: বার


খুলনা প্রতিনিধিঃ
খুলনায় ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ‘নিরাপদ খুলনা চাই’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সরদার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট নাগরিক নেতা ও পরিবেশবিদ এবং খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটারিয়ান আলহাজ্ব সরদার মো. আবু তাহের, সাবেক ছাত্রনেতা ও বেতার ব্যক্তিত্ব এস এম চন্দন, নাগরিক আইন পরিষদের ইনস্ট্রাক্টর অ্যাডভোকেট মেহেদী হাসান, আইডিইবি’র কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী এস কে মাহমুদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, গত বছরের জুলাইয়ের পর থেকে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরম আকার ধারণ করেছে। নগরজুড়ে খুন, ছিনতাই, চুরি ও ডাকাতি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আশানুরূপ নয়।
তাঁরা অভিযোগ করেন, পুলিশ, বিজিবি, যৌথ বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সিভিল প্রশাসন—কেউই বর্তমান পরিস্থিতির দায় এড়াতে পারে না। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন বক্তারা। বড় রাজনৈতিক দলগুলো প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখতে পারলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হওয়া কঠিন হয়ে পড়বে। আইনশৃঙ্খলার অবনতির ফলে সাধারণ মানুষ একদিকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে, অন্যদিকে খুলনার ব্যবসা-বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতেও।
সমাবেশ থেকে প্রশাসনের প্রতি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানান বক্তারা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!