হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ১১৬ বার


সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিস। একই সঙ্গে অনিয়ম ও ত্রুটির কারণে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাজী শেখ নুরুন নাবী, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী ইউসুফ আলী এবং জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী আকবর হোসেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি দলীয় মনোনয়নপত্রে প্রয়োজনীয় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি থাকায় সিপিবি প্রার্থী মো. মতিয়ার রহমানের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।
কর্তৃপক্ষ জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধি-বিধান অনুসরণ করেই মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে অসঙ্গতি পাওয়া গেছে, তাদের ক্ষেত্রে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি তৎপরতা। নির্বাচনের পরবর্তী ধাপগুলোকে ঘিরে সিরাজগঞ্জ-৫ আসনের ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!