নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ জেলার সাপাহার সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দক্ষিণ পাতাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি আমবাগানের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শফিকুর রহমান জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশবিরোধী সব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
অপরাধ
সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৪৫৪ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply