হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ২২ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে ১০ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) ও জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামের সমর্থনে নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়।
মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুম, ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তারা দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় গণ-মিছিলে জামায়াত ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!