হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন অ্যাকশনের কমিউনিটি উদযাপন অনুষ্ঠিত

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ২১ বার



সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক নেতৃত্ব জোরদারে ফেইথ ইন অ্যাকশন (ফিয়া) বাস্তবায়িত সাসা! টুগেদার কার্যক্রমের আওতায় এক বর্ণাঢ্য কমিউনিটি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেইথ ইন অ্যাকশন (ফিয়া) সাত-আইসিডিপি প্রকল্পের মাধ্যমে সাসা! টুগেদার কার্যক্রমের স্টার্ট, অ্যাওয়ারনেস, সাপোর্ট ও অ্যাকশন—এই চার ধাপের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় এই কমিউনিটি উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৬০০ পরিবারের নারী-পুরুষ, কিশোর-কিশোরী, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নারী-পুরুষের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে বংশীপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস। ফেইথ ইন অ্যাকশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তীমোন বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. শফিউল আলম, প্রধান শিক্ষক এম. এম. আমজাদ হোসেন, ইউপি সদস্য মোছা: ফরিদা পারভীন, সীমান্ত ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, বুড়িগোয়ালিনী সিসিসির সভাপতি মজিদ সরদার, পুরোহিত দীলিপ কুমার হালদার, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ এবং পিআই-এর সভাপতি সুষমা রানী মণ্ডলসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে প্রণব বিশ্বাস বলেন, “ফেইথ ইন অ্যাকশন ও দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাসা! টুগেদার প্রকল্পের মাধ্যমে ঈশ্বরীপুর ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে কোনো নারী সহিংসতার শিকার হয়ে আমার কাছে এলে আমি সম্পূর্ণ বিনা খরচে তাকে আইনি সহায়তা প্রদান করবো।”
উল্লেখ্য, ফেইথ ইন অ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের প্রায় পাঁচটি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা দিয়ে যাচ্ছে সংস্থাটি।
কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউর আর্থিক সহযোগিতায় ফেইথ ইন অ্যাকশন শ্যামনগর উপজেলার চারটি ইউনিয়নে সাসা! টুগেদার প্রকল্প বাস্তবায়ন করছে। নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে সুখী পরিবার ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই এ প্রকল্পের মূল লক্ষ্য।
কমিউনিটি উদযাপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাত-আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শমুয়েল সাংমা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!