রাজশাহী প্রতিনিধিঃ
শীতের কুয়াশা সরে যেতেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে ফুটে উঠেছে হলুদ সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য। শিশিরে ভেজা জমিতে নরম রোদের ছোঁয়া লাগতেই চারপাশ আলোকিত হয়ে উঠছে। দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা হলুদ ফুল আর বাতাসে ভেসে আসা মিষ্টি সুবাসে গোদাগাড়ীর গ্রামীণ জনপদ এখন এক অনন্য দৃশ্যের জন্ম দিয়েছে।
মাঠের পর মাঠ সরিষা ফুলে ছেয়ে গেছে। দূর থেকে তাকালে মনে হয়, প্রকৃতি নিজ হাতে হলুদের চাদর মেলে দিয়েছে চারদিকে। ফুলের টানে অগণিত মৌমাছির গুঞ্জনে চারপাশ মুখরিত। কোথাও কোথাও সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে বসানো হয়েছে মৌচাষের বাক্স। কৃষকের শ্রম, প্রকৃতির অনুকূল আবহাওয়া আর মৌমাছির ব্যস্ততায় গোদাগাড়ীর মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
শীত মৌসুমেই সরিষা ফুল ফোটে সবচেয়ে বেশি। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে বপন করা এই ফসল শীতের শুরুতেই ফুলে ভরে ওঠে। জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আসে কাটার সময়। এই সময়টিই সরিষা সংগ্রহ ও মধু আহরণের জন্য সবচেয়ে উপযোগী বলে মনে করছেন কৃষক ও মৌচাষিরা।
চলতি মৌসুমে গোদাগাড়ীতে সরিষা চাষে আগ্রহ বেড়েছে। ভোজ্যতেলের বাড়তি চাহিদা ও ভালো বাজারদরের আশায় অনেক কৃষক এবার সরিষার আবাদ বাড়িয়েছেন। উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, এ বছর গোদাগাড়ীতে আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো ফলন হওয়ায় কৃষকদের আগ্রহ আরও বাড়ছে।
সরিষা ফুলে মৌমাছির অবাধ বিচরণ ফলন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। মৌমাছির পরাগায়নের ফলে সরিষার দানা হয় মোটা ও বেশি। একই সঙ্গে খাঁটি মধু সংগ্রহের সুযোগও তৈরি হচ্ছে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি প্রকৃতির সঙ্গে কৃষির এক সুন্দর সহাবস্থান গড়ে উঠছে।
কম খরচে ভালো লাভ হওয়ায় সরিষা চাষকে অনেক কৃষক নিরাপদ ফসল হিসেবে দেখছেন। সেচ ও সারের প্রয়োজন কম হওয়ায় উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে কম। তেল উৎপাদনের পর পাওয়া খৈল গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আবার সরিষা কাটার পর একই জমিতে বোরো ধান চাষ করলে সারের খরচও কমে আসে।
গোদাগাড়ীর কৃষকদের চোখে এখন ভবিষ্যতের স্বপ্ন। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি সরিষা ও মধু বিক্রি করে বাড়তি আয়ের আশা করছেন তারা। কৃষি কর্মকর্তাদের মতে, সরিষা চাষ কৃষকের আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি দেশের তেলবীজ উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হলুদে মোড়া গোদাগাড়ীর মাঠ তাই শুধু শীতের সৌন্দর্য নয়—এটি কৃষকের ঘাম, প্রকৃতির দান আর আগামীর সম্ভাবনার এক জীবন্ত গল্প।
কুড়িগ্রাম
শীতের রোদের নিচে হলুদে ভরে উঠেছে গোদাগাড়ীর মাঠ
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply