হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

শীতের পিঠার স্বাদে মুখর শিরিন আওলাদ মডেল স্কুল চত্বর

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৩ বার


গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শিরিন আওলাদ মডেল স্কুলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতের আমেজে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার স্বাদ ও গন্ধে মুখর হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বেগম শামসুন্নাহারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
পিঠা উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উৎসবে ভাপা পিঠা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই পিঠা তৈরি করে স্টলে উপস্থাপন করে, যা তাদের সৃজনশীলতা ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন করা হয়েছে। পিঠা উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেক অভিভাবকও সন্তানের তৈরি পিঠার স্বাদ নিতে উৎসবে অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তোলে। ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।”
পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!