খুলনা প্রতিনিধিঃ
ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষক মারামারি ও বিদ্যালয়ের সম্পদ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) স্কুল ছুটির পর ক্লাস রুটিনকে কেন্দ্র করে বিদ্যালয়ের দুই শিক্ষক আবু মূসা ও জিন্নাত আলি মোড়লের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি ও বিদ্যালয়ের সম্পদ ভাঙচুরের ঘটনা ঘটে। এ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরই প্রতিবাদে রোববার সকাল ৯টার দিকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী খর্নিয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
প্রতিবাদ জানানো শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হলেও সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এলাকাবাসী জানান, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা থাকলেও আন্দোলনের পদ্ধতি আরও সংযত ও দায়িত্বশীল হতে পারত।
এলাকাবাসী ও সচেতন মহলের মতে, সড়ক অবরোধের পরিবর্তে মানববন্ধন, শান্তিপূর্ণ বিক্ষোভ কিংবা ক্লাস বর্জনের মতো কর্মসূচি পালন করা হলে একদিকে যেমন জনদুর্ভোগ এড়ানো যেত, অন্যদিকে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আরও ইতিবাচকভাবে আকর্ষণ করা সম্ভব হতো।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ ও গঠনমূলক আন্দোলনের মাধ্যমেই ন্যায্য দাবি আদায় করা উচিত, যাতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন থাকে এবং সমাজের সকল স্তরের মানুষের সমর্থন পাওয়া যায়।
এদিকে, শিক্ষার্থীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।
কুড়িগ্রাম
শিক্ষক-শিক্ষক সংঘর্ষের প্রতিবাদে ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply