হোম / অপরাধ
অপরাধ

শাহমখদুমে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৪০০ ইয়াবাসহ কারবারি গ্রেফতার

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২ বার


রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর সিপিএসসি ইউনিট।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ০০ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে মো. রবিউল ইসলাম ওরফে রবি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি মো. আহম্মদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে র‍্যাব সূত্র নিশ্চিত করেছে।
র‍্যাবের প্রাথমিক তদন্তে আরও জানা যায়, ধৃত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে যুক্ত থেকে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক সংগ্রহ করতেন। পরে এসব মাদক রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে সরবরাহ করতেন তিনি।
র‍্যাব-৫ জানায়, মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!