হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

শাবিপ্রবিতে ছাত্র সংসদ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩০ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ কার্যক্রম বন্ধ রাখার ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কলেজ মোড় প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ছাত্র সংসদ চালুর দাবি ও শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র সংসদ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিকল্পিতভাবে ছাত্র সংসদ কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার হরণ করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। একটি কুচক্রী মহল শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে সচেতনভাবে ছাত্র সংসদ কার্যক্রম বন্ধ রাখার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে শাবিপ্রবিসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যক্রম চালু করা না হলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করা হবে।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!