খুলনা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এপিবিএন’র অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির। শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ভোটারদের অবাধে ভোটকেন্দ্রে যাতায়াত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভোটে অনিয়ম, ভুয়া ভোটদান কিংবা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় বাংলাদেশ পুলিশ দেশবাসীকে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। তিনি জানান, ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের নির্বাচনী আইন, আচরণবিধি ও বাস্তব পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে, যা নির্বাচনী দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা ও পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।
জাতীয়
শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান এপিবিএন’র অতিরিক্ত আইজিপির
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪১০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
12 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
18 minutes আগে

Leave a Reply