হোম / অপরাধ
অপরাধ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২০ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৪ বার


ইবি প্রতিনিধি:
জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে পুনরায় ক্যাম্পাসের প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘দিন দুপুরে মানুষ মরে—প্রশাসন কী করে’, ‘ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ইবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, শহীদ হাদি সারাদেশে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। আধিপত্যবাদবিরোধী অবস্থান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংগ্রামে তার ভূমিকা শাসকগোষ্ঠীর চোখে পড়ে বলেই তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “ইতিহাস সাক্ষী—হাজারো হাদি শহীদ হয়, কিন্তু তাদের চেতনা যুগ যুগ ধরে বেঁচে থাকে। আমরা কোনো আধিপত্যবাদ, বিদেশি তাবেদারি কিংবা ফ্যাসিবাদ মেনে নেব না। হাদি হত্যার এক মাস পার হলেও এখনো বিচার নিশ্চিত হয়নি—আমরা অবিলম্বে এর বিচার চাই।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, হাদি হত্যার আইনি প্রক্রিয়ায় কেবল শুটার ফয়সালসহ সীমিত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, অথচ এর পেছনে বড় চক্র থাকার বিষয়টি আড়াল করা হচ্ছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি ইবির আরেক শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার বিলম্বের বিষয়টি তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিয়েই এ হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশের শেষাংশে তানভীর মাহমুদ মন্ডল সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে আগামী রবিবার বেলা ১১টায় ‘প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি’-তে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!