নিজস্ব প্রতিবেদক :
দেশের সকল সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসার জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে সরকার। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে মাদ্রাসাগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শিক্ষাপঞ্জি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মাদ্রাসা প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচির পাশাপাশি মাদ্রাসা পরিচালনা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও বিধিনিষেধ তুলে ধরা হয়।
২০২৬ সালের পরীক্ষার সময়সূচি
নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী ইবতেদায়ী ও দাখিল স্তরের শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে—
অর্ধবার্ষিক পরীক্ষা: ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ১৫ জুলাই ২০২৬ (রবিবার) পর্যন্ত।
দাখিল নির্বাচনী পরীক্ষা: ১১ অক্টোবর ২০২৬ (রবিবার) থেকে ১০ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) পর্যন্ত।
বার্ষিক ও আলিম নির্বাচনী পরীক্ষা: ১৯ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ১০ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত।
নতুন নিয়ম ও নির্দেশনা
ছুটির তালিকার পাশাপাশি শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে অধিদপ্তর বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার কারণে মাদ্রাসা ছুটি দেওয়া বা শ্রেণি কার্যক্রম বন্ধ করা যাবে না। সংবর্ধিত ব্যক্তির সম্মানে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ।
২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে ক্লাস বন্ধ থাকবে, তবে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসগুলো উদযাপন করতে হবে।
সরকারের সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটিগুলো বাৎসরিক ৭০ দিনের ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
ছুটিকালীন সময়ে ভর্তি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রয়োজনে মাদ্রাসা খোলা রাখতে হবে।
যেসব মাদ্রাসায় পাবলিক পরীক্ষার কেন্দ্র থাকবে, সেখানে বিকল্প ব্যবস্থায় শ্রেণি কার্যক্রম চালু রাখতে হবে; পাঠদান বন্ধ করা যাবে না।
কোনো মাদ্রাসা সংরক্ষিত ছুটি ভোগ করলে তা অবশ্যই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করতে হবে।
সপ্তাহে দুই দিন ছুটি থাকায় নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে যথাযথ পাঠপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনে (জাতীয় দিবস ব্যতীত) শনিবার বিশেষ বা অতিরিক্ত ক্লাস নেওয়া যাবে।
নির্দেশনায় বলা হয়, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসাসহ সকল স্তরের বেসরকারি মাদ্রাসাকে এই শিক্ষাপঞ্জি অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন এই নির্দেশনার মাধ্যমে মাদ্রাসাগুলোতে শিক্ষার গুণগত মান ও নিয়মিত পাঠদান আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
জাতীয়
মাদ্রাসার নতুন ছুটির তালিকা প্রকাশ; ক্লাস বন্ধ ও সংবর্ধনা বিষয়ে কড়াকড়ি নির্দেশনা
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply