খুলনা প্রতিনিধিঃ
ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার দাবিতে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজন করা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ডা. মনোজ দাস। এ ছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনির চৌধুরী হোসেল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, শিক্ষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নিতাই পালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বজুড়ে গণতন্ত্র ও সুশাসনের কথা বললেও বাস্তবে তারা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের লঙ্ঘন করে। যেখানে খনিজ সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাসের মজুদ আছে, সেখানে মার্কিন আগ্রাসনের নজির দেখা যায়।
তারা আরও উল্লেখ করেন, ভেনিজুয়েলা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হলেও সেদেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে গোপনে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। মিথ্যা অভিযোগে আটক রেখে তাদের বিরুদ্ধে ন্যায়বিচার বাধাগ্রস্ত করা অনৈতিক ও বর্বরতা হিসেবে তারা আখ্যায়িত করেন।
সমাবেশ থেকে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শান্তিকামী ও শোষিত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে খুলনা ও সারাদেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য আহ্বান জানানো হয়।
বক্তারা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভেনিজুয়েলায় সংঘটিত এ ঘটনার বিরুদ্ধে অবিলম্বে সরকারি পর্যায়ে নিন্দা ও প্রতিবাদ জানানো প্রয়োজন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলী, নাগরিক আইন পরিষদের ইনস্ট্রাক্টর অ্যাডভোকেট মেহেদী হাসান, নিরাপদ খুলনা চাই-এর সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম সবুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অপরাধ
ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply