স্টাফ রিপোর্টার
১১ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে আন্তঃসীমান্ত চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট সীমান্ত এলাকায় মঙ্গলবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাগভান্ডার বিওপির একটি বিশেষ টহলদল রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় ভারত থেকে বাংলাদেশের দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ জানায়। টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা বস্তাগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত শাড়িগুলোর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং ঘটনাটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে যেন কোনো চোরাচালানকারী সুযোগ না পায়।”
অপরাধ
ভুরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তে ২৭২টি ভারতীয় কাতান শাড়ি জব্দ
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৯৯৭৬ বার
ভুরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তে ২৭২টি ভারতীয় কাতান শাড়ি জব্দ
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply