হোম / অপরাধ
অপরাধ

বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৩ বার


দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প লক্ষ্মীপুর (বিডি-০২৪৬) প্রকল্পের এলসিসি কমিটির সভাপতি বিজয় রায়ের বিরুদ্ধে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ভুয়া ও ভিত্তিহীন সংবাদ ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
বিজয় রায় অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলো নিয়ে একাধিক দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তদন্তেই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বরং এসব অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবি করেন।
বিজয় রায় বলেন, শিশুদের কল্যাণে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অপপ্রচার অত্যন্ত দুঃখজনক। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় স্থানীয়ভাবে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশু উন্নয়নমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া সংবাদ ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!