নিজস্ব প্রতিবেদক :
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যেই ফরম পূরণের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিলম্ব ফিসহ ফরম পূরণের চূড়ান্ত তারিখ ১৭ জানুয়ারি ২০২৬। এই সময়সীমা অতিক্রমের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং সময় বৃদ্ধির কোনো সুযোগও দেওয়া হবে না। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণ নিশ্চিত করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
কুড়িগ্রাম
বিলম্ব ফিসহ এসএসসি ফরম পূরণের শেষ তারিখ ঘোষণা করল ঢাকা শিক্ষা বোর্ড
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৩৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply