হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বানিয়াজুরীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৭ বার


মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আরিচাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা প্রচণ্ড ঝাঁকুনিতে আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।
এদিকে গুরুতর আহত সেলফি পরিবহনের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এতে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!