হোম / জাতীয়
জাতীয়

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৪ বার


ঢাকা প্রতিনিধিঃ
বাংলাদেশের সামগ্রিক কল্যাণ ও গণতান্ত্রিক অগ্রগতির জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করা জরুরি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোকসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে। এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে—জনগণের ভালোবাসা আসলে কার প্রতি রয়েছে। তিনি বলেন, “এক সময় এমনও দিন গেছে, যখন বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় বন্দি ছিলেন, আর তখন তার পক্ষে কথা বলার মানুষ ছিল হাতে গোনা।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যখন প্রশ্ন তুলেছিলেন— ‘আমি কি এতিমের টাকা মেরে খেয়েছি?’— তখন সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে প্রচার করা হয়েছিল যে তিনি দোষ স্বীকার করেছেন। এটি ছিল দেশের আইনি ব্যবস্থার এক নিকৃষ্ট উদাহরণ। সে সময় ওই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা মাত্র চারজন বিবৃতি দিয়েছিলাম। দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমর্থন পাইনি।
বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দুই নেত্রীর অবস্থান তুলনা করে আসিফ নজরুল বলেন, “আজ আমার ভালো লাগছে যে আমরা সবাই মুক্তভাবে বেগম জিয়াকে স্মরণ করতে পারছি। এজন্যই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আর আরেক নেত্রীর ঠাঁই হয়েছে দেশের বাইরে।”
দেশের ভবিষ্যৎ ও জনগণের কল্যাণের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালো রাখতে হয়, তবে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, সাহসিকতা ও জনগণমুখী চিন্তাধারা ধারণ করতে হবে।
শোকসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণ করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!