খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি |
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাপায় থ্রি-হুইলারের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা–দেবীগঞ্জ মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকার খোইটালী বর্মন। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। অপর নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে একটি থ্রি-হুইলার বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বোদা অভিমুখে আসা একটি পাথরবোঝাই ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। চন্দনবাড়ি বাজার এলাকায় থ্রি-হুইলারটি একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় দ্রুতগতির ট্রাকটি থ্রি-হুইলারকে চাপা দিলে ঘটনাস্থলেই খোইটালী বর্মন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর নারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত শিশুসহ ছয়জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সড়কে অতিরিক্ত গতিতে ভারী যান চলাচল ও বেপরোয়া চালনার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত সড়ক নিরাপত্তা জোরদার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নারী-শিশু
পঞ্চগড়ের বোদায় পাথরবোঝাই ট্রাকচাপায় দুই নারী নিহত, শিশুসহ আহত ৬
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৪৮ বার
পঞ্চগড়ের বোদায় পাথরবোঝাই ট্রাকচাপায় দুই নারী নিহত, শিশুসহ আহত ৬
বিজ্ঞাপন

Leave a Reply