হোম / অপরাধ
অপরাধ

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৪৯ বার


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, শ্রীশ্রী দক্ষিণ শ্বরী কালী মন্দিরের কোষাধ্যক্ষ বাবু গোরঙ্গ গোস্বামী, আলাবক্স জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কাদের সাকেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করেন, ডাকাতিসহ ছয় মামলার আসামি রনি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে বলে তারা জানান।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, নির্দোষ মানুষকে হয়রানি করে কোনোভাবেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!