নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীত জামায়াতে ইসলামীর বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলেজ মোড় হতে মিছিলটি শুরু হয়ে বাস স্টেশন হয়ে বাজার রোড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর আজিজুর রহমান সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ২৫,কুড়িগ্রাম -১আসনের প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,পৌর আমীর মাওলানা মকবুল হোসেন, সাবেক পৌর আমীর মাওলানা আফজাল হোসেন, জেলা সহকারী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম সহ উপজেলা ও পৌর শাখার নেতৃত্ব বৃন্দ।
মিছিল শেষে কলেজ মোড় সংক্্ষিপ্ত আলোচনা করেন। প্রার্থী আনোয়ারুল ইসলাম দাড়ি পাল্লা প্রতিকে ভোট চেয়ে মিছিলটি শেষ করেন।

Leave a Reply