নরসিংদী প্রতিনিধিঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই যাওয়ার পথে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুবাই যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
শাহ জালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের আছে। গ্রেপ্তারের বিষয়টি তার পরিবারও নিশ্চিত করেছে। তার ভাই ইমরান মাহমুদ বলেন, “পারিবারিক ব্যবসার কাজে বিমানবন্দরে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, “প্রাথমিকভাবে আমরা বিষয়টি জানতে পেরেছি। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়া মাত্র পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াচল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত।
অপরাধ
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন গ্রেপ্তার, দুবাই যাওয়ার পথে আটক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৮২ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
50 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
55 minutes আগে

Leave a Reply