হোম / খুলনা
খুলনা

দিঘলিয়ার গাজীরহাটে দিনব্যাপী মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২ বার


খুলনা প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার ডোমরারায় সোমবার এক বৃহৎ মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্মেলনে হিন্দু মতুয়া সম্প্রদায়ের অনুসারীদের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠান চলাকালে মতুয়া ধর্মীয় রীতি অনুযায়ী উপস্থিত সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়, যা প্রসাদ বা সেবা দান হিসেবে পরিচিত। আয়োজক মৃত্যুঞ্জয় রায় জানান, তার কনিষ্ঠ পুত্র তারক রায়ের অনুপ্রেরণায় তিনি এ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, মানবসেবা ও সকল মানুষের কল্যাণ সাধনই মতুয়া ধর্মের অন্যতম প্রধান আদর্শ।
সম্মেলনের শেষ পর্বে ধর্মীয় পালা ও আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভক্তরা বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা কমিটির সভাপতি সৌমিত্র দত্ত, দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, অধ্যাপক ইব্রাহিম হোসেন, কুদ্দুস মোল্লা, প্রসেনজিৎ, দিলীপসহ অন্যান্যরা। বক্তারা মতুয়া ধর্মের মানবিক শিক্ষা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক মৃত্যুঞ্জয় রায় আরও বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!