নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর গুলশান এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে ছবি তোলার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। এ সময় একজনের দেহ তল্লাশিতে গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে নিরাপত্তাকর্মী মো. রুহুল আমিন এবং ওমর ফারুককে আটক করে। পুলিশ জানায়, রুহুল আমিন একজন বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মী। তিনি তারেক রহমানের বাসার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাকিবুল ইসলাম জানান, ওমর ফারুককে আটক করার পর তাঁর দেহ তল্লাশি করা হয় এবং সেখান থেকে গাঁজা পাওয়া গেছে। পুলিশ বর্তমানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করছে।
এই ঘটনায় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরাধ
তারেক রহমানের বাসার সামনে ছবি তোলার অভিযোগে দুইজন আটক, একের দেহে গাঁজা উদ্ধার
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৭৫৭ বার
বিজ্ঞাপন

Leave a Reply