হোম / অপরাধ
অপরাধ

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, ১৫০ জন আসামি, গ্রেপ্তার ৩

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৯ বার


চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুই দিন পর বুধবার (২১ জানুয়ারি) রাতে মামলাটি সীতাকুণ্ড থানায় দায়ের করা হয়।
র‍্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এক নম্বর আসামি করা হয়েছে ইয়াসিন নামের এক ব্যক্তিকে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার পর থেকে জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় একটি অভিযানে গেলে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন এবং আরও চারজন র‍্যাব সদস্য আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত র‍্যাব কর্মকর্তার হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!