হোম / অপরাধ
অপরাধ

চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যাকে ঘিরে রহস্য

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৯ বার


চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে রহস্য ও চাঞ্চল্য। বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভূঁইয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন শিশুটিকে আছাড় দিয়ে হত্যা করেছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন দাদা ভুলবশত নিজের নাতিকে আছাড় দিয়ে ফেলে দেন।
শিশুটির দাদি জোৎসা আরা বেগম অভিযোগ করে বলেন, “আমাদের জায়গায় জোর করে ঘর তুলছিল প্রতিপক্ষ। আমি সেখানে গেলে দ্বীন ইসলামের স্ত্রী আমার চুল ধরে টানাহেঁচড়া করে। পরে দ্বীন ইসলাম, তার ভাই ও বৌ মিলে আমাকে মারধর করে। আমি নারী নির্যাতনের মামলা করার কথা বললে তারা আমার ভারসাম্যহীন স্বামীকে মারতে খুঁজতে যায়। পরে বাড়িতে ফিরে দেখি আমার নাতি পড়ে আছে। তার দাদা তখন বলে, সে শিশুটিকে তুলতে চাইছে কিন্তু পারছে না।”
তিনি আরও দাবি করেন, “দ্বীন ইসলাম আমার স্বামীকে না পেয়ে আমার নাতিকে আছাড় দিয়ে মেরে চলে গেছে।”
অন্যদিকে মানসিক ভারসাম্যহীন দাদা মোস্তফা এ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কেন আমার নাতিকে মারবো? তারা আগে আমার স্ত্রীকে মারছে। এরপর দ্বীন ইসলাম আমার নাতিকে আছাড় দিয়ে মেরে ফেলেছে।”
এদিকে অভিযুক্ত দ্বীন ইসলামের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, “দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু ঘটনার সময় আমরা কেউ সেখানে ছিলাম না। বাচ্চাটাকে কে মেরেছে আমরা জানি না। পুলিশ এসে আমার স্বামী ও শাশুড়িকে ধরে নিয়ে গেছে।”
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “পারিবারিক কলহের জেরে এক শিশুর মৃত্যুর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!