কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে এক শিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ এক ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষিকা, তাঁর স্বামীসহ চারজনকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী জোবাইদা রহমান ওরফে ফাতেমা (১৪) এবং তার মা রোকেয়া রহমান (৩২)। আটক ব্যক্তিরা হলেন শিক্ষিকা মীম বেগম (২৪), তাঁর স্বামী হুমায়ুন মিয়া (২৮), মীমের বড় বোন নুরজাহান বেগম (৩০) ও এক কিশোরী (১৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় শিক্ষিকা মীম বেগমের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ফ্ল্যাটের শোবার ঘরের খাটের নিচ থেকে রোকেয়া রহমানের এবং বাথরুমের ফলস ছাদ থেকে শিক্ষার্থী ফাতেমার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি সন্দেহজনক বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ
কেরানীগঞ্জে শিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার, শিক্ষিকাসহ চারজন আটক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply