শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টার:
সমন্বিত কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে ফেরদৌস আহমেদ। তার এই সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষকসমাজ ও এলাকাবাসী।
ফেরদৌস আহমেদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের নামদানী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আলী আজগর ও ফিরোজা বেগমের পুত্র। তিন বোনের একমাত্র ছোট ভাই ফেরদৌস। বোনদের সহযোগিতা ও উৎসাহেই তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে আসেন বলে জানা গেছে।
তার শিক্ষাজীবনের শুরু বেরুবাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি বেরুবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নাগেশ্বরী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। দীর্ঘদিনের অধ্যবসায় ও শিক্ষক-অভিভাবকদের দিকনির্দেশনায় তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হোসেন, বেরুবাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী, বেরুবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ শিক্ষক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।
ফেরদৌস আহমেদ তার সাফল্যের পেছনে সকলের দোয়া ও সহযোগিতার কথা স্মরণ করে ভবিষ্যত শিক্ষাজীবন নির্বিঘ্নে চালিয়ে যেতে সকলের কাছে দোয়া এবং প্রয়োজনে অর্থনৈতিক সহযোগিতা কামনা করেছেন।
কুড়িগ্রাম
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম নাগেশ্বরীর ফেরদৌস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭১ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
1 hour আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply