হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কমিশন সূত্রে জানা গেল, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৭৩ বার


নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোর নতুন প্রণয়িত সংস্করণ চূড়ান্ত পর্যায়ে এসেছে। কমিশন সূত্রে জানা গেছে, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত রয়েছে এবং আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
সূত্রের খবর অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তাদের সুবিধা ও পদোন্নতির বিষয়গুলোকে আরও বাস্তবসম্মতভাবে সংহত করা হয়েছে। অর্থ উপদেষ্টা এটি যাচাই ও অনুমোদনের পর সরকারি কর্মচারীদের জন্য কার্যকরী করা হবে, যা সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিশন আশা করছে, বেতন কাঠামোর এই সংস্করণ কার্যকর হলে সরকারি কর্মকর্তাদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত হবে এবং সরকারি সেবার প্রতি উদ্দীপনা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!