খুলনা প্রতিনিধিঃ
খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কেসিসি’র প্রশাসক মো: মোখতার আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মো: মোখতার আহমেদ বলেন, মানুষ চাইলে তার স্বপ্নের সমান বড় হতে পারে। মহান সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের মধ্যেই সেই শক্তি দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি কঠোর অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্নের সীমা ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “যেখানে খেলাধুলা, সেখানে সুস্থ দেহ। দেহ সুস্থ থাকলে মনও সুস্থ থাকে, আর মন সুস্থ থাকলে শিক্ষায় মনোযোগী হওয়া যায়। যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ না হয়ে আগামী বছরের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেলে শিক্ষায়, মননে ও সৃষ্টিশীলতায় খ্যাতি অর্জন করা সম্ভব।”
এর আগে সকালে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইমরুল কায়েস। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, সুষ্মিতা দত্ত, সোনিয়া পারভীন এবং থানা একাডেমিক সুপারভাইজার সালেহা সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আয়োজক কমিটির আহ্বায়ক ও সহকারী প্রধান শিক্ষক এম এম বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রভাষক কাজী আব্দুল কাদের ও শিক্ষক কামরুন্নাহার লোপা।
কুড়িগ্রাম
ইসলামাবাদ কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply