নিজস্বতা প্রতিবেদকঃ
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বীর হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ‘প্রাইম শুটার’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশের ডিবির একটি দল মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের ‘প্রাইম শুটার’ জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। এছাড়া আটক হওয়া তৃতীয় ব্যক্তি জিনাত ও বিল্লালের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা ও জড়িত অন্যান্যদের শনাক্তে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর কাজী নজরুল অ্যাভিনিউয়ের স্টার হোটেলের কাছে আজিজুর রহমান মুসাব্বীরকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের নেপথ্যের সব তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
অপরাধ
আজিজুর রহমান মুসাব্বীর হত্যা: ‘প্রাইম শুটার’সহ তিনজন গ্রেপ্তার
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৩২ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
12 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
18 minutes আগে

Leave a Reply