গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আকাশ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুরের মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—শ্রীপুরের মাওনা বাজার এলাকায় একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে আকাশ নামে এক যুবককে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার আকাশ মূলত অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল। সে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র সংগ্রহ করে নানা অপরাধে ব্যবহারের জন্য ভাড়া দিত। আকাশ শ্রীপুর এলাকায় ভাঙারির ব্যবসা করত এবং ওই ব্যবসার আড়ালেই অস্ত্র লেনদেন পরিচালনা করত। অভিযানের সময় তার ভাঙারির দোকানের এক কোণায় থাকা ড্রামের নিচ থেকে লোড অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি। তবে তার বিরুদ্ধে আগে থেকেই একটি অস্ত্র মামলা ও একটি হত্যা মামলা রয়েছে এবং বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং অস্ত্র সংগ্রহ ও ব্যবহারের সঙ্গে জড়িত নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অপরাধ
অস্ত্র ও গুলিসহ শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে যুবক গ্রেপ্তার
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৭৫ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
3 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply