রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকা বাজি ধরে খালে টানা ১০০ বার ডুব দেওয়ার পর মো. বাবুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড়ইয়া কাঁছারি বাড়ি বাজারসংলগ্ন খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বাজারে আসেন। শীতের সকালে ভারী পরিশ্রমে শরীর গরম হয়ে গেলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে টানা ১০০ বার ডুব দেওয়ার বাজি ধরেন। পরে তিনি খালে নেমে একটানা ১০০ বার ডুব দেন।
ডুব শেষ করে খালের পাড়ে ওঠার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজন ও স্থানীয়রা তাকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করেন। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা ধারণা করছেন, অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও শীতল পানিতে দীর্ঘ সময় ডুব দেওয়ার ফলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং এতে মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply