হোম / জাতীয়
জাতীয়

২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৪৮৪৭ বার

ডেস্ক রিপোর্ট | আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সাহিত্য আয়োজন অমর একুশে বইমেলা। তবে প্রচলিত রীতি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে নয়, এবছর বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে।

আয়োজক সূত্র জানায়, বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। প্রশাসনিক ও সাংগঠনিক কারণে মেলার সময়সূচিতে এই পরিবর্তন আনা হলেও বইমেলার আয়োজন ও কার্যক্রমে কোনো ঘাটতি থাকবে না বলে জানানো হয়েছে।

বাংলা ভাষা আন্দোলনের স্মৃতি ও চেতনাকে ধারণ করে প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজিত অমর একুশে বইমেলা বাংলা সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা জগতের সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত। এবছরও নতুন বই, লেখক-পাঠকের সরাসরি সাক্ষাৎ এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মেলা প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রকাশক ও সাহিত্য সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!