নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডন থেকে দেশে ফেরার দুই দিন পর আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। সেখানে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া ও জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে।
আজ দুপুর ১টার দিকে নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে যান তারেক রহমান। ভবনের নিচতলার একটি কক্ষে, যেখানে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি সংক্রান্ত সেবা প্রদান করা হয়, সেখানে গিয়ে তার ছবি তোলা, দশ আঙুলের ছাপ, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) এবং স্বাক্ষর গ্রহণ করা হয়। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার সকালে এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, ভোটার হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি, আইরিশ ও আঙুলের ছাপ নেওয়া হয়। এসব তথ্য নির্বাচন কমিশনের ডাটাবেজে আপলোড করে ডাটা সেন্টারে থাকা অন্যান্য ভোটারের তথ্যের সঙ্গে ক্রসম্যাচ করা হয়। যাচাই শেষে একটি নম্বর জেনারেট করা হয়, যা সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়। তিনি বলেন, এই প্রক্রিয়ায় কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যায় না—কারো ক্ষেত্রে ৫ থেকে ৭ ঘণ্টা, আবার কারো ক্ষেত্রে ১০ ঘণ্টা বা তারও বেশি সময় লাগতে পারে।
তারেক রহমানের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রক্রিয়া সম্পন্ন হওয়াকে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
জাতীয়
১৭ বছর পর দেশে ফিরে ভোটার হলেন তারেক রহমান, সম্পন্ন করলেন এনআইডি নিবন্ধন প্রক্রিয়া
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৫১ বার
বিজ্ঞাপন

Leave a Reply