মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেনস্তার শিকার হওয়া মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে আতাউর রহমান আতার দাখিল করা আপিল মঞ্জুর করা হয়। এর ফলে আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনগত বাধা রইল না।
এর আগে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন বিষয়টি পর্যালোচনা করে তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।
এ বিষয়ে আতাউর রহমান আতা বলেন,
“নির্বাচন কমিশনের ন্যায়সঙ্গত ও সাহসী সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।”
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আতাউর রহমান আতার সমর্থক ও অনুসারীরাও। তারা মনে করছেন, এ রায় নির্বাচনী ব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
কুড়িগ্রাম
হেনস্তার ঘটনার পর বৈধতা পেলেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply