হোম / বাণিজ্য
বাণিজ্য

হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কেজিতে কমল ২৫ টাকা

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭৪৩৬ বার
হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কেজিতে কমল ২৫ টাকা

নিউজ ডেস্কঃ


চাহিদা বৃদ্ধি ও সরকারের আমদানি নীতি শিথিল করার ফলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাবে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত কমেছে, যা পাইকারি ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে হিলি বন্দরে আমদানি করা পেঁয়াজের বিক্রি শুরু হয়। মাত্র দুই দিন আগেও যেখানে নাসিক ও ইন্দ্র জাতের পেঁয়াজ প্রতি কেজি ৯০ টাকা দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা কমে ৬৫ টাকায় নেমে এসেছে।

হিলির পেঁয়াজ আমদানিকারক নাফিস ইকবাল সাদ জানান, হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজের আমদানি বাড়ছে। পাশাপাশি দেশীয় মুড়িকাটা ও পাতা পেঁয়াজের সরবরাহও বৃদ্ধি পেয়েছে। এসব সম্মিলিত কারণেই বাজারে পেঁয়াজের দাম কমেছে বলে তিনি মনে করেন। আমদানি স্বাভাবিক থাকলে দাম সহনীয় পর্যায়েই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হিলি স্থলবন্দরের পাইকারি ব্যবসায়ী সেলিম আমদানি করা পেঁয়াজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করে জানান, দাম কমায় তিনি উৎসাহিত হয়ে দুই ট্রাক পেঁয়াজ কিনেছেন। এসব পেঁয়াজ ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জানান, চলতি মাসের ৭ ডিসেম্বর থেকে রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৩৩ ট্রাকে ৯৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ কাঁচা পণ্য হওয়ায় দ্রুত শুল্কায়ন ও কাস্টমস কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

এদিকে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার অনলাইনে ইমপোর্ট পারমিট (আইপি) ইস্যুর সংখ্যা বাড়িয়েছে। শুরুতে ৫০ জন আমদানিকারককে আইপি দেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে ২০০ জন করা হয়েছে, যার ফলে পেঁয়াজ আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।


বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!