হোম / জাতীয়
জাতীয়

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা ও ন্যায়বিচারের আশ্বাস

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৮৭৫৬ বার

নিউজ ডেস্কঃ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ওসমান বিন হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতারা—আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং বলেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থাও সরকার গ্রহণ করবে।

অধ্যাপক ইউনূস বলেন, “সারা দেশ হাদির জন্য দোয়া করছে। তার চিকিৎসা নিশ্চিতে সবাই সর্বোচ্চ চেষ্টা করছে। প্রয়োজন হলে যেখানে চিকিৎসা প্রয়োজন, সেখানেই পাঠানো হবে।” তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং ঘটনার আদ্যোপান্ত খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সাক্ষাতে হাদির বোন আবেগঘন কণ্ঠে বলেন, ছোটবেলা থেকেই হাদি দেশপ্রেমিক ও বিপ্লবী মানসিকতার মানুষ। তার একটি ১০ মাসের সন্তান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “হাদি আমাদের মেরুদণ্ড। তার অনেক কাজ বাকি, ওকে বেঁচে থাকতে হবে। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।”

ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের পর অনেকেই ঘরে ফিরলেও হাদি ফিরে যায়নি; সে দিনরাত বিপ্লবের কাজে যুক্ত ছিল। হামলাকারীর পূর্বের মামলা ও জামিন প্রক্রিয়া নিয়েও তদন্তের দাবি জানান তিনি।

এ সময় ফাতিমা তাসনিম জুমা জুলাইযোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

সাক্ষাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!