হোম / চট্টগ্রাম
চট্টগ্রাম

হাদির ওপর হামলার প্রেক্ষাপটে চট্টগ্রামে এনসিপি প্রার্থী ও ছাত্র আন্দোলন নেতাদের বাড়তি নিরাপত্তা নির্দেশ

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫৯৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রেক্ষাপটে চট্টগ্রামে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। হামলার আশঙ্কায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সিএমপির সব সদস্যের উদ্দেশে পাঠানো এক বেতারবার্তায় কমিশনার নগর পুলিশের ১৬ থানার ওসিদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, “সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই, তবে বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ নিরাপত্তা দেবে।”

বেতারবার্তায় আরও বলা হয়, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেখানে বসবাস করেন, অফিস করেন, দলীয় কার্যালয়ে যান বা নির্বাচনী পথসভা করেন—সেসব স্থানে সংশ্লিষ্ট থানার ওসিদের সরাসরি যোগাযোগ রেখে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এদিকে হাদিকে গুলির ঘটনার পর চট্টগ্রামে চলাচল সীমিত করার কথা জানিয়েছেন এনসিপির এক প্রার্থী ও জাতীয় যুবশক্তির এক নেতা। তাদের ওপরও হামলার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

কমিশনার বেতারবার্তায় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফ্যাসিস্টের লোকজন যেন কোনোভাবেই কোনো দলীয় বা রাজনৈতিক তৎপরতা চালাতে না পারে। ১৬–১৭ তারিখের মধ্যে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণসহ যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে।”

নিরাপত্তা জোরদারের এই নির্দেশনার মাধ্যমে চট্টগ্রামে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নগর পুলিশ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!