হোম / জাতীয়
জাতীয়

সীমান্তের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবির কম্বল বিতরণ

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৮৪ বার
সীমান্তের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবির কম্বল বিতরণ
সীমান্তের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবির কম্বল বিতরণ

প্রতিনিধি, লালমনিরহাট
লালমনিরহাট সীমাম্তের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে সদর উপজেলার উত্তর সীমান্ত ঘেষা মোঘলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক স্থানীয় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম পিএসসি ওই কম্বল বিতরণ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয়রা জানান, তীব্র শীতের সময়ে বিজিবির শীতবস্ত্র বিতরণে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!