হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৬৪০ বার
সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সিলেট প্রতিনিধি
সীমান্তের প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তর থেকে খাসিয়াদের ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (২২) এবং একই ইউনিয়নের বরম সিদ্দিপুর গ্রামের আজমন আলীর ছেলে ইয়াকুব আলী।
বিজিবি সূত্রে জানা যায়, দমদমা সীমান্তের প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে রাজনটিলা এলাকায় ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান নিহত হন। পরে তার সঙ্গীরা মরদেহ বাংলাদেশ সীমান্তের ভেতরে নিয়ে আসেন।
অন্যদিকে, একই এলাকায় পৃথক ঘটনায় খাসিয়াদের গুলিতে আহত হন ইয়াকুব আলী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম জানান, ঘটনাটি সীমান্তের ভারতীয় অংশের প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঘটে। খাসিয়াদের সুপারি বাগান এলাকায় সুপারি চুরির সময় তারা গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!